HTML কি?

HTML is the markup language for encoding web pages. Who created HTML or what is it used for? To know all the details visit our website.

Apr 27, 2025 - 23:46
Apr 27, 2025 - 23:49
 0  2
HTML কি?
HTML

HTML কি?

এইচটিএমএল (HTML) এর পূর্ণরূপ: হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে (Hyper Text Markup Language)। এইচটিএমএল হল একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজে। এটি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, একে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে (Hyper Text Mark Up Language ) বলা হয়।

এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ গুলো ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়। ইন্টারনেটে তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে এইচ টি এম এল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন .html অথবা .htm উভয়ই হতে পারে।

এইচটিএমএল এর ইতিহাসঃ

১৯৮৯ সালে, বার্নার্স-লি একটি ইন্টারনেট ভিত্তিক হাইপারটেক্সট সিস্টেম এর একটি খসড়া তৈরী করেন। ১৯৯০ সালে বার্নার্স-লি ব্রাউজার এবং সার্ভারের সফ্টওয়্যারে এইচটিএমএল (HTMLএর উল্লেখ করেন। এইচটিএমএল এর সর্বশেষ ভার্ষণ এইচটিএমএল ৫ এখন আধুনিক ও শক্তিশালী। যা দিয়ে স্টাটিক ওয়েবপেজ এবং ডায়নামিক ওয়েবপেজ তৈরী করা যায়। HTML এর সাথে CSS যুক্ত করে স্টাটিক ওয়েবপেজ বানানো হয়। ডায়নামিক ওয়েবপেজ বানাতে এগুলোর সাথে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, লারাভেল ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা হয়।

উদাহরণঃ 

পড়ালেখা বিষয়ক যে কোন তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন Ringdin Learning ওয়েবসাইটে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0