কম্পিউটার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | একাডেমিক, অফিস অ্যাপ্লিকেশন ও চাকরির প্রস্তুতি
কম্পিউটার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়ুন একাডেমিক, অফিস অ্যাপ্লিকেশন ও চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য। সহজ ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এক জায়গায়।

কম্পিউটার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | একাডেমিক, অফিস অ্যাপ্লিকেশন ও চাকরির প্রস্তুতি
কম্পিউটার জ্ঞান বর্তমানে একাডেমিক পরীক্ষা, অফিস অ্যাপ্লিকেশন এবং চাকরির পরীক্ষায় অপরিহার্য। এই পোস্টে আমরা কম্পিউটার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর একত্রে তুলে ধরেছি, যা সহজেই আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।
পরীক্ষার জন্য কম্পিউটার সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন ১: কম্পিউটার কী?
উত্তর: কম্পিউটার হল এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যা দ্রুতগতিতে ডেটা প্রসেস করে এবং নির্ভুল ফলাফল প্রদান করে।
প্রশ্ন ২: আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর: চার্লস ব্যাবেজ
প্রশ্ন ৩: CPU-এর পূর্ণরূপ কী?
উত্তর: Central Processing Unit।
প্রশ্ন ৪: RAM কী?
উত্তর: Random Access Memory, এটি কম্পিউটারের অস্থায়ী মেমোরি।
প্রশ্ন ৫: হার্ডডিস্ক কী?
উত্তর: এটি কম্পিউটারের স্থায়ী তথ্য সংরক্ষণ করার ডিভাইস।
প্রশ্ন ৬: সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কী?
উত্তর: হার্ডওয়্যার হলো কম্পিউটারের দৃশ্যমান অংশ, আর সফটওয়্যার হলো নির্দেশনামূলক প্রোগ্রাম যা কম্পিউটার পরিচালনা করে।
প্রশ্ন ৭: মাইক্রোসফট ওয়ার্ড কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর: এটি ডকুমেন্ট লেখার ও সম্পাদনার সফটওয়্যার।
প্রশ্ন ৮: এক্সেল কী?
উত্তর: এটি ডেটা অ্যানালাইসিস, হিসাব-নিকাশ ও রিপোর্ট তৈরির জন্য ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম।
প্রশ্ন ৯: দুটি Spread Sheet package এর নাম লেখ।
উত্তর: MS Excel, Quartropro
প্রশ্ন ১০: পাওয়ারপয়েন্ট কী কাজে লাগে?
উত্তর: প্রেজেন্টেশন তৈরির জন্য এটি ব্যবহৃত হয়।
প্রশ্ন ১১: ইন্টারনেট ব্রাউজার কী?
উত্তর: ইন্টারনেট ব্রাউজ করার সফটওয়্যার, যেমনঃ গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স।
প্রশ্ন ১২: ই-মেইল কী?
উত্তর: ইলেকট্রনিক চিঠি বা বার্তা প্রেরণের মাধ্যম।
প্রশ্ন ১৩: কম্পিউটারে কীভাবে ভাইরাস প্রতিরোধ করা যায়?
উত্তর: ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে।
প্রশ্ন ১৪: কী-বোর্ড শর্টকাট কী?
উত্তর: কীবোর্ডের নির্দিষ্ট চাবির সংমিশ্রণে দ্রুত কাজ সম্পন্ন করা। যেমনঃ Ctrl + C = Copy।
প্রশ্ন ১৫: হাইপার লিঙ্ক বলতে কী বুঝায়?
উত্তর: একটি ওয়েব পেজের সাথে অপর এক বা একাধিক ওয়েব পেজের সংযোগ (Link) স্থাপন করা যায়। এভাবে স্থাপিত সংযোগকে হাইপার লিংক (Hyper link) বলা হয়।
প্রশ্ন ১৬: Function কী?
উত্তর: কোনো বিশেষ কাজের জন্য বা কোনো মান নির্ণয়ের জন্য পূর্ব থেকে নির্ধারিত ফর্মুলাকে ফাংশন বলে।
প্রশ্ন ১৭: Mail Merge কী?
উত্তর: একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে। অথবা, একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোাই হলো মেইল মার্জ।
প্রশ্ন ১৮: Macro কী?
উত্তর: কিছু কমান্ডের সমষ্টিকে Macro বলে।
প্রশ্ন ১৯: Excel - এ = চিহ্ন কখন ব্যবহৃত হয়?
উত্তর: Function লেখার জন্য।
প্রশ্ন ২০: Database এ ছবি কোন ধরনের Data?
উত্তর: OLE
প্রশ্ন ২১: Equation Editor কী?
উত্তর: গাণিতিক Function কম্পোজ করার প্রোগ্রাম।
প্রশ্ন ২২: Windows XP কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর: Computer পরিচালনার জন্য এই System Software-টি ব্যবহৃত হয়।
প্রশ্ন ২৩: Recycle bin এর ব্যবহার লেখ।
উত্তর: Delete করা Data সংরক্ষণ করা ও পুনরায় ফিরিয়ে দেয়া।
প্রশ্ন ২৪: পৃথিবীর প্রথম কম্পিউটার রচয়িতা কে?
উত্তর: লেডি এডা অগাস্ট।
প্রশ্ন ২৫: বিট কী?
উত্তর: বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে।
প্রশ্ন ২৬: অপারেটিং সিস্টেম কী?
উত্তর: অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার, যা কোনো কম্পিউটার সিস্টেমের রির্সোসসমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে।
প্রশ্ন ২৭: প্রিন্টার কী?
উত্তর: প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
প্রশ্ন ২৮: RAM ও ROM - এর পূর্ণনাম লেখ।
উত্তর: RAM এর পূর্ণনাম Random Access Memory. এবং ROM এর পূর্ণনাম Read Only Memory.
প্রশ্ন ২৯: মনিটর কাকে বলে?
উত্তর: কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দা ব্যবহার করা হয়, তাকে মনিটর বলে।
প্রশ্ন ৩০: অপারেটিং সিস্টেমের কাজ কী?
উত্তর: Operating System কম্পিউটারের Hardware কে সচল করে এবং Hardware এবং Software এর মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে।
প্রশ্ন ৩১: স্পেডশিট বলতে কী বুঝায়?
উত্তর: স্পেডশিট শব্দটির আভিধানিক অর্থ ছড়ানো পাতা। কম্পিউটারের জন্য তৈরী ছড়ানো পাতার মতো সেলভিত্তিক বিশাল কার্য এলাকাবিশিষ্ট হিসাবনিকাশের প্রোগ্রাম বা সফটওয়্যারকে স্প্রেডশিট প্রোগ্রাম বা স্প্রেডশিট বলে।
প্রশ্ন ৩২: কম্পিউটার নেটওর্য়াক কাকে বলে?
উত্তর: আন্তঃসংযোগবিশিষ্ট দুই বা ততোধিক কম্পিউটারকে যখন একটি ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় নিয়ে আসা হয়, তখন তাকে কম্পিউটার নেটওর্য়াক বলে।
প্রশ্ন ৩৩: Access - এর কুয়েরি কাকে বলে?
উত্তর: কোনো টেবিলের সংরক্ষিত লাখ লাখ ডাটা থেকে শর্তসাপেক্ষে প্রয়োজনীয় ডাটা প্রদর্শনের সহজ ও দ্রুত কার্যকর ব্যবস্থাই হলো কুয়েরি।
প্রশ্ন ৩৪: তথ্য প্রযুক্তি বলতে কী বুঝায়?
উত্তর: তথ্যসংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্যপ্রযুক্তি।
প্রশ্ন ৩৫: দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন এর নাম লেখ?
উত্তর: 1. Google, 2. Yahoo
প্রশ্ন ৩৬: একটি System Software ও একটি Application Software এর নাম লেখ।
উত্তর: Windows 2007 একটি System Software এবং Microsoft word 2007 একটি Application Software.
প্রশ্ন ৩৭: MS Excel - এ Default Sheet Tab কয়টি থাকে?
উত্তর: MS Excel - এ Default Sheet Tab সাধারণত তিনটি থাকে, যথা- Sheet1, Sheet2 এবং Sheet3.
প্রশ্ন ৩৮: বিজয় ৫২ কে তৈরী করেছেন?
উত্তর: মোস্তফা জব্বার।
প্রশ্ন ৩৯: BIOS এর পূর্ণরূপ লেখ।
উত্তর: BIOS= Basic Input Output System.
প্রশ্ন ৪০: Dialog box কী?
উত্তর: Text এবং Message সম্বলিত Box যেখানে প্রয়োজনীয় নির্দেশনা (যেমন- Ok, Cancel, Save ইত্যাদি তথ্য) থাকে।
প্রশ্ন ৪১: আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর: আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান।
প্রশ্ন ৪২: চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন?
উত্তর: চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক একটি মেকানিক্যাল কম্পিউটার তৈরির পরিকল্পনা করেন। তার এই পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে আজকের আধুনিক কম্পিউটার। তাই চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
প্রশ্ন ৪৩: ENIAC এর পূর্ণনাম কী?
উত্তর: ENIAC - এর পূর্ণনাম হলো- Electrical Numerical Integrator and Calculator.
প্রশ্ন ৪৪: প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?
উত্তর: প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম ENIAC ।
প্রশ্ন ৪৫: কম্পিউটারের স্মৃতি প্রধানত কত প্রকার?
উত্তর: দুই প্রকার, যথা- ক) প্রাইমারি মেমরি এবং খ) সেকেন্ডারি মেমরি।
প্রশ্ন ৪৬: BIOS প্রোগ্রামের কাজ কী?
উত্তর: কম্পিউটারের মাদারবোর্ডের Firmware chip এর মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টিই হচ্ছে বায়োস (BIOS)। কম্পিউটারের কী-বোর্ড থেকে শুরু করে মাউস, ইউএসবি এবং অনান্য ইন্টিগ্রেটেড / নন-ইন্টিগ্রেটেড ডিভাইস সার্পোট করার জন্য প্রয়োজনীয় ড্রাইভারগুলো বায়োসেই লোড হয়। বুট-অর্ডারে অ্যাক্সেস করা, হার্ড ডিস্ক ইনিশিয়ালাইজ করা, মনিটরে আউটপুট দেখানো-সহ আরো অনেক কাজ বায়োসের মাধ্যমেই হয়ে থাকে।
প্রশ্ন ৪৭: কয়েকটি অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার - এর নাম লেখ।
উত্তর: কয়েকটি অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার হলো - Kaspersky, Avira, Avast, Norton, AVG ইত্যাদি।
প্রশ্ন ৪৮: কয়েকটি Output device - এর নাম লেখ।
উত্তর: Monitor, Printer, Speaker, Projector.
প্রশ্ন ৪৯: কয়েকটি Input device - এর নাম লেখ।
উত্তর: Keyboard, Mouse, Scanner, Joystick.
প্রশ্ন ৫০: OMR কী?
উত্তর: অপটিক্যাল মার্ক রিকগনাইজার (optical mark recognition) এর সংক্ষিপ্ত রূপ হলো OMR। এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। বিশেষ OMR শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে।
প্রশ্ন ৫১: OMR কী?
উত্তর: অপটিক্যাল মার্ক রিকগনাইজার (optical mark recognition) এর সংক্ষিপ্ত রূপ হলো OMR। এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। বিশেষ OMR শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে।
প্রশ্ন ৫২: অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?
উত্তর: বিভিন্ন সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়।
প্রশ্ন ৫৩: দুটি Application software -এর নাম লেখ।
উত্তর: Spreadsheet Software, Database software.
প্রশ্ন ৫৪: অপারেটিং সিস্টেম বলতে কী বুঝায়?
উত্তর: কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সমন্বয় সাধন করার প্রথ্রিয়াকেই অপারেটিং সিস্টেম বলে।
প্রশ্ন ৫৫: System Unit- এর ৪টি Unit - এর নাম লেখ।
উত্তর: Motherboard, CPU, RAM, ROM.
প্রশ্ন ৫৬: কত কিলোবাইটে ১ মেগাবাইট?
উত্তর: 1024KB = 1 MB
প্রশ্ন ৫৭: ১০১১-কে ডেসিমেল সংখ্যায় রূপান্তর কর।
উত্তর: (11)10
প্রশ্ন ৫৮: কয় Bit - এ 1 Byte?
উত্তর: 8(Eight) Bit - এ 1 Byte হয়।
প্রশ্ন ৫৯: File ও Folder কী?
উত্তর: ফাইল (File) : যখন কোনো ডকুমেন্টকে কোনো নাম দিয়ে সংরক্ষণ করা হয় এবং তার এক্সটেনশন থাকে, তখন তাকে File বলে।
ফোল্ডার (Folder) : ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তা ছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, একে সাব ফোল্ডার বলে।
প্রশ্ন ৬০: MICR এর পূর্ণরূপ লেখ।
উত্তর: MICR এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Recognition. চৌম্বকীয় মুদ্রিত লেখাকে পড়ার জন্য MICR ব্যবহার করা হয়, যেমন- Bank এর চেক।
প্রশ্ন ৬১: LCD এর পূর্ণরূপ লেখ।
উত্তর: LCD এর পূর্ণরূপ হলো Liquid Crystal Display.
প্রশ্ন ৬২: কয়েকটি ক্ষতিকারক ভাইরাসের নাম লেখ।
উত্তর: Tinba virus, CIH virus, Bad boy virus, Horse virus, Love bag virus ইত্যাদি।
প্রশ্ন ৬৩: Computer virus- এর কাজ কী?
উত্তর: কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামকে ধ্বংস করে দেয়া। ভাইরাস আক্রান্ত হলে কম্পিউটারের বিভিন্ন সমস্যা দেখা দেয়।
প্রশ্ন ৬৪: Mark-1 কী?
উত্তর: Mark-1 হচ্ছে পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটার যা গণনাকারী যন্ত্র। এটি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান জাদুঘরে রয়েছে।
প্রশ্ন ৬৫: দুটি অপারেটিং সিস্টেমের নাম লেখ।
উত্তর: Linux, Unix.
প্রশ্ন ৬৬: CMOS- এর পূর্ণরূপ কী?
উত্তর: Linux, Unix.
প্রশ্ন ৬৭: Merge Cells এর কাজ কী?
উত্তর: একাধিক সেল একত্রিত করাকে Merge Cell বলা হয়।
প্রশ্ন ৬৮: ফুটার কী?
উত্তর: কোনো Document লেখার সময় লিখিত বিষয় সম্পর্কে শেষে যে বিশেষ ধরনের কথা বা লেখা ব্যবহার করা হয়, তাকে ফুটার বলে।
প্রশ্ন ৬৯: Macro কী?
উত্তর: কয়েকটি কমান্ডের সমষ্টিকে Macro বলে।
প্রশ্ন ৭০: Header কী
উত্তর: প্রতিটি পৃষ্ঠার মার্জিনের উপরের অংশৈই হলো হেডার।
📌 উপসংহার
কম্পিউটার বিষয়ে ভালভাবে প্রস্তুতি নিলে যে কোন একাডেমিক, অফিস অ্যাপ্লিকেশন এবং চাকরির পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। নিয়মিত এই ধরনের প্রশ্ন-উত্তর চর্চা করে নিজেকে আরও দক্ষ করে তুলুন।
What's Your Reaction?






