ই-পাসপোর্টে ভুল হলে কী করবেন? জেনে নিন সংশোধনের নিয়ম
ই-পাসপোর্ট আবেদন করার সময় ভুল হলে অবশ্যই আবেদন সংশোধন করতে হবে। ভুল আবেদন সংশোধন এর নিয়ম গুলো জানতে ভিজিট করুন।

ই-পাসপোর্ট আবেদন ভুল সংশোধনের নিয়ম
জাতীয় পরিচয় পত্রের মতো পাসপোর্ট থাকাটা প্রয়োজনীয় হয়ে উঠেছে। জাতীয় পরিচয় পত্র ভুল থাকলে যেমন বিভিন্ন সমস্যায় পড়তে হয় তেমনি পাসপোর্ট ভুল হলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই অনলাইনে ই-পাসপোর্ট আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোন ধরণের তথ্য ভুল না হয়।
পাসপোর্ট ভুল হলে যে সমস্যা সম্মুখীন হবেনঃ
অনলাইনে ই-পাসপোর্ট আবেদন সহজ হলেও আবেদন ফরম এ তথ্য দেওয়ার সময় ভুল হয়েছে কিনা তা ভাল ভাবে দেখে নিতে হয়। এরপরেও অনলাইনে ই-পাসপোর্ট আবেদন করার পর যদি কোন তথ্য ভুল থাকে তবে তথ্য সংশোধন করতে পারবে না আবার নতুন করে আবেদন করতে পারবেন না। কারণ ব্যবহারকারীর জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে নতুন একটি একাউন্ট তৈরী হয়ে যায়। আলাদা ভাবে একাউন্ট তৈরী করলেও নতুন করে আবেদন করতে পারবেন না।
তারপরেও ভুল আবেদন জমা দিতে গেলে পাসপোর্ট অফিস আবেদনপত্রে ভুল ধরতে পারলে আবেদনপত্র ফেরত দিয়ে দিবে। আবার ভুল আবেদনটি জমা নিলেও পুলিশ ভেরিফিকেশন এ ধরা পড়ে যাবেন।
বাংলাদেশে ঘুষ প্রবণতা অনেক বেশি। কেউ যদি টাকা দিয়ে পাসপোর্ট করে তবে পরবর্তীতে ভিসা পেতে আাবার জটিলতায় পড়তে হবে। কিন্তু ভিসা অফিসে ঘুস দিয়ে কাজ করাতে পারবেন না। তাই যতটা সম্ভব নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন।
পাসপোর্ট আবেদন ভুল হলে করণীয়ঃ
ই-পাসপোর্ট আবেদন সম্পূর্ণ করে পরে দেখা গেল পাসপোর্ট আবেদনে কিছু ভুল দেখা দিল। এমতাবস্থায় নিজে পাসপোর্ট অফিসে গিয়ে সেখানকার কর্মরত কম্পিউটার অপারেটরকে বলে ভুল সংশোধন করে নেওয়া যেতে পারে। যদি পাসপোর্ট আবেদনটি সংশোধন করা না যায় তবে সহকারী পরিচালক বরাবর একটি দরখাস্ত লিখতে হবে। পাসপোর্ট অফিসে আবেদন বাতিলের জন্য দরখাস্ত জমা দিলেই সেখানে কর্তব্যরত অফিসার অনলাইন থেকে আবেদনটি ডিলিট করে দিবে। এবং পরবর্তীতে আবার একাউন্টে লগইন করে নতুন করে আবেদন করা যাবে।
আবেদনের নমুনাঃ
পাসপোর্ট আবেদন বাতিল করলে কি আবেদন ফি বাতিল হয়ে যাবে?
আপনি যদি ব্যাংক বা অনলাইন এ চালানের মাধ্যমে পেমেন্ট করেন তবে আপনার আবেদন ফি বাতিল হবে না। ব্যাংক বা এ চালানের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করলে এর মেয়াদ ৬মাস পর্যন্ত থাকবে। এই সিস্টেম এ ভোটার আইডি কার্ড ব্যবহার করা হয় বলে আবেদনের সাথে এর লিঙ্ক থাকে না এবং চালানটিও বাতিল হয় না।
কিন্তু যদি পাসপোর্ট আবেদন এর পর একপে এর মাধ্যমে আবেদন ফি প্রদান করে সেক্ষেত্রে আবেদন ফি বাতিল বলে গণ্য হবে। তাই আবেদন ফি প্রদানের ক্ষেত্রে ব্যাংক বা এ চালানের মাধ্যমে আবেদন ফি প্রদান করবেন।
পড়ালেখা বিষয়ক যে কোন তথ্য পেতে নিয়মিত ভিজিট করুনঃ Ringdin Learning ওয়েবসাইটে।
অনান্য সনদ সমূহঃ
অবিবাহিত সনদ ডাউনলোড করতে ভিজিট করুন → এখানে অভিভাবকের অনুমতিপত্র ডাউনলোড করতে ভিজিট করুন → এখানে |
ওয়ার্ড ফাইল ডাউনলোড করুনঃ
Files
What's Your Reaction?






